দলীয় শৃংখলা পরিপন্থী অবস্থানের দায়ে সিলেটের জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারী) সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি প্রদানের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের শৃংখলা বজায় রাখা সংগঠনের সকল নেতাকর্মীর নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। সম্প্রতি জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমানকে দল থেকে নৌকা মার্কা প্রদান করা হয়। নৌকাকে বিজয়ী করা সকল আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ নৌকাকে সমর্থন না করে তিনি নিজেই স্বতন্ত্র প্রার্থী হন যা দলের শৃংখলা পরিপন্থী।
এ অবস্থায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশনা মোতাবেক জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হল।
আপনার মতামত লিখুন :