শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডস্ট্রিজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন কারখানায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে নেওয়া হবে চারজন, হিসাব কর্মকর্তা পদে পাঁচজন, সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) পদে চরজন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা নেওয়া হবে ৯জন, সহকারী হিসাব কর্মকর্তা ৯জন এবং সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নেওয়া হবে আটজন।
প্রার্থীরা আগামী ২৮ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট www.bcic.gov.bd অথবা http://teletalk.com.bd- এই ঠিকানায় প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।
আপনার মতামত লিখুন :