নীলফামারীর জলঢাকায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। বুধবার (৩ ফেব্রুয়ারী) সকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
জলঢাকা থানার মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুর রহিম এর নেতৃত্বে জলঢাকা থানা পুলিশের একটি বিশেষ টিম তাদেরকে জলঢাকা পৌর এলাকা থেকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন (১) রকিবুল ইসলাম (২৫) পিতা-আবুল হোসেন, গ্রাম ভাংগা কাচারীপাড়া (২) মো: মামুন (২৫) পিতা ইসরাইল হোসেন গ্রাম মীরগঞ্জ পাড়া (৩) জয়দেব দেবনাথ (২৬) পিতা অমুল্য দেবনাথ গ্রাম, মীরগঞ্জ (৪) আব্দুর সালাম (২৮) পিতা জহুরুল ইসলাম গ্রাম পূর্বশিমুল বাড়ি ও (৫) ওয়াকুজ্জিজামান (জিবু) (২৮) পিতা আব্দুর রাজ্জাক গ্রাম মাথা ভাংগা (আরডিআরএস)।
মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম বলেন, আসামীদের কাছ থেকে ১৯ টি মোবাইল, ১ লক্ষ ৬৮ হাজার টাকা সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :