জাইকা তহবিলের সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক


অর্থনীতি ডেস্ক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২০, ৬:৪৩ পূর্বাহ্ন / ৩০৪
জাইকা তহবিলের সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

রোববার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়।

বাংলাদেশে জাপানি বিনিয়োগ উৎসাহিত করতে ২০১৭ সালে ৭০৩ কোটি জাপানি ইয়েন সমপরিমাণ ৪৬১ কোটি টাকার এ তহবিলের যাত্রা শুরু হয়। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে পরিচালিত টু-স্টেপ লোন (টিএসএল) তহবিল থেকে শুধুমাত্র শতভাগ জাপানি প্রতিষ্ঠান, জাপান-বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠান ও জাপানে উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানি করে এমন বাংলাদেশি প্রতিষ্ঠান ঋণ নেওয়ার জন্য যোগ্য বিবেচিত হয়।

বাংলাদেশ সরকারকে মাত্র শুন্য দশমিক শুন্য ১ শতাংশ সুদে এ তহবিল দিয়েছে জাইকা। এখান থেকে বাংলাদেশ ব্যাংক চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে দেড় শতাংশ সুদে অর্থায়ন করবে। আগে এক্ষেত্রে সুদহার ছিল ৩ শতাংশ। আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সাড়ে তিন শতাংশ মার্জিন রেখে গ্রাহক থেকে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ নিতে পারবে। আগে ব্যাংকগুলো ৪ শতাংশ মার্জিন রেখে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারতো। গ্রাহকের অনুকূলে অর্থায়নের পরিমাণের ভিত্তিতে এ তহবিল থেকে ব্যাংকগুলো পুন:অর্থায়ন ও অগ্রিম অর্থায়ান দু’টিই পেয়ে থাকে।