বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত একটি আদর্শিক রাজনৈতিক দল। সারা দেশে জামায়াতে ইসলামীকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। মানবতার কল্যাণে জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে এগিয়ে আসতে হবে। বারেবারে অধিকার বঞ্চিত এ জাতি জামায়াতে ইসলামীকে তাদের কান্ডারি হিসেবে পেতে চায়।
সোমবার (০৪ নভেম্বর) বিকেলে ফেনী শহরের আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ টি এম মাছুম বলেন, দেশের নতুন পরিবর্তনের প্রেক্ষাপটে দীর্ঘ জুলুম নির্যাতনের পর বর্তমান সময়ে নতুন করে এগিয়ে যেতে হবে। সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে জামায়াতে ইসলামীকে সারা দেশে মহানগর, জেলা পর্যায়ে নতুন করে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জামায়াত নেতাদেরকে দেশ-জাতির জন্য বৃহৎ পরিসরে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ফেনী জেলা জামায়াতে ইসলামীর নব নির্বাচিত আমির মুফতি আবদুল হান্নানের শপথ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে। এ সময় রুকন সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সদ্য সাবেক জেলা আমির একেএম শামছুদ্দীন, কুমিল্লা অঞ্চল টিম সদস্য নজরুল ইসলাম খাদেম ও মাওলানা আলাউদ্দিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :