“মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে জেলা প্রাসন ও জেলা কর্মসংস্থান অফিস এর যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাহাত মান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোশারফ হোসেন, ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সোমাইয়া আক্তার, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি প্রমুখ।
এ সময় সরকার অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে বিদেশ যেতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
সভা শেষে রেমিটেন্সের ভূমিকা বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ী এবং সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারীদের পুরস্কার প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :