ভোলায় ঝাড়ফুঁকের নামে ওমর ফারুক (৭) নামে এক শিশুকে নির্যাতন ও গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তাছলিমা বেগম নামে এক গ্রাম্য কবিরাজের বিরুদ্ধে। নিহত ওমর ফারুক দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের চর আইচা গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) শশীভুষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ওই কবিরাজের বাড়িতে হত্যাকাণ্ডটি ঘটে।
পুলিশ ও শিশুর স্বজন জানান, ওমর ফারুক নানা রোগে আক্রান্ত ছিল। চিকিৎসার জন্য বাবা-মা তাকে স্থানীয় কবিরাজ তাছলিমার বাড়িতে নিয়ে যান। কয়েকদিন যাবত সেখানে তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার কবিরাজ শিশুটিকে নির্যাতন করে অজ্ঞান করে ফেলে। পরে জ্ঞান ফেরানোর জন্য গলা চেপে ধরলে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শশীভুষণ থানার ওসি এনামুল হক জানান, চিকিৎসার নামে শিশুটিকে নির্যাতন করা হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। শিশুটির বাবার দায়ের করা মামলায় কবিরাজ তাছলিমাকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :