ঝালকাঠিতে শিক্ষককে হাতুড়িপেটা করা সেই সন্ত্রাসী কারাগারে


মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৪, ১০:৫২ অপরাহ্ন /
ঝালকাঠিতে শিক্ষককে হাতুড়িপেটা করা সেই সন্ত্রাসী কারাগারে
ঝালকাঠির রাজাপুরে শিক্ষককে পেটে পিস্তল ঠেকিয়ে মারধরকারী সেই সন্ত্রাসীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার (২৪ মার্চ) ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিলে কাঠগড়া থেকে নামার সময় বাদী-ভিকটিমকে দেখে নেয়ার হুমকি দেয়।
বাদী পক্ষের আইনজীবী মো. শামীম হোসেন আকন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার ১নং আসামী ও বিভিন্ন মামলার চার্জশীটভুক্ত আাসামী সন্ত্রাসী তৌহিদুল ইসলাম চাঁন রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপি সদস্য (নারিকেল বাড়িয়া ওয়ার্ড) আব্দুস সোবাহান হাওলাদারের পুত্র।
মোস্তাফিজুর রহমান জাকির জানান, গত ৪ ফেব্রুয়ারী সন্ধ্যার পরে এক শিক্ষককে এগিয়ে দিয়ে ফেরার পথে তৌহিদুল ইসলাম চান কিশোর গ্যাং নিয়ে পথরোধ করে। পেটে পিস্তল ঠেকিয়ে লাঠি ও হাতুরি নিয়ে মারধর শুরু করে চান, ফারুক, তুহিন, রাকিব, মোস্তাফিজ, খলিলুর রহমানসহ আরো কয়েকজন। পেটে পিস্তল ঠেকানোর ফলে কোন ডাকচিৎকারও দিতে পারিনি। মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, তৌহিদুল ইসলাম চাঁনের বিরুদ্ধে ফৌজদারী র্কার্যবিধি আইনে বেশকয়েকটি মামলা রয়েছে।