ঝিনাইদহে আগুনে পুড়ে বৃদ্ধার করুণ মৃত্যু
মোঃ আতিকুর রহমান রাদ্, ঝিনাইদহ
প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২১, ১২:১৮ অপরাহ্ন /
১৩২
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিপুরাকান্দি গ্রামে রবিবার (১৭ জানুয়ারী) রাত ৮ টার সময় আগুনে পুড়ে মৃত সৈয়দ আলীর স্ত্রী আছিরন (৮৫) নামের এক বৃদ্ধার করুন মৃত্যু হয়েছে।
রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত বলে শৈলকুপা ফায়ার সার্ভিস ধারণা করছে।
আগুন লাগার সময় অসুস্থ বৃদ্ধা মহিলা বারান্দায় ঘুমিয়েছিল। সে হাটা চলা করতে পারতো না৷ পরিবারে অন্য সদস্যরা প্রাণ বাঁচাতে দৌড়ে ঘর থেকে বের হতে পারলেও তিনি অসুস্থতার কারণে বের হতে পারেন নি। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন ও লাশ উদ্ধার করেন।
আপনার মতামত লিখুন :