ঝিনাইদহে ইয়াবাসহ ২ জন আটক


মোঃ আতিকুর রহমান, ঝিনাইদহ প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২০, ২:১৮ অপরাহ্ন / ১৯৩
ঝিনাইদহে ইয়াবাসহ ২ জন আটক
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কলাহাট মোড় এলাকা থেকে ইয়াবাসহ  ২জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(১৫ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-কালীগঞ্জ আড়পাড়া এলাকার আব্দুল মাজেদের স্ত্রী লাইজু খাতুন ও ভোলা জেলার শশিভূষন উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম।
কালীগঞ্জ থানার ওসি মোঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কালীগঞ্জের আড়পাড়া এলাকায় মাদক কেনা-বেচা চলছে। এমন সংবাদের ভিত্তিতে এস আই জাকারিয়া ও এএসআই সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে লাইজু ও সাইফুল ইসলাম নামের ২ জনকে আটক করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় ৬৬ পিচ ইয়াবা। আটককৃতরা মাদক কারবারী বলে দাবি পুলিশের।