ঝিনাইদহে নিখোঁজ ব্যক্তির ৭ দিন পর লাশ উদ্ধার


মোঃ আতিকুর রহমান, ঝিনাইদহ প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২০, ১০:২৩ পূর্বাহ্ন / ২০৪
ঝিনাইদহে নিখোঁজ ব্যক্তির ৭ দিন পর লাশ উদ্ধার
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার চররুপদাহ গ্রামে মৃত বারিক বিশ্বাসের ছেলে মোহাম্মদ রিপন বিশ্বাস (৩৫) লাশ উদ্ধার  করেছে প্রশাসন।
নিখোঁজের এক সপ্তাহ পর ১৬ ডিসেম্বর ভোর ছয়টায় লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন শৈলকুপা সার্কেল আরিফুল ইসলাম, শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ও হাট ফাজিলপুর ক্যাম্প ইনচার্জ ফারুক হোসেন।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এক সপ্তাহ আগে রিপন বিশ্বাস নিখোঁজ হন। ১৬ ডিসেম্বর ভোর ছয়টায় তার লাশ উদ্ধার করা হয়। রিপন বিশ্বাস হত্যায় কে বা কারা জড়িত তা বের করতে তদন্ত চলছে।