ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি’র দুই নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৮ নভেম্বর) ভোরে ঢাকার পৃথক দুই হাসপাতালে তাদের মৃত্যু হয়।
তারা হলেন, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি (৬১) ও জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সদর উপজেলার পানামী গ্রামের খেলাফত হোসেনের ছেলে উজির আলী (৪৮)।
ঝিনাইদহ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পি বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১ নভেম্বর ভোরে হাঁটতে গিয়ে সদর উপজেলার নগরবাথান এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আহত হন বিএনপি নেতা হাবিবুর রহমান হবি। তাকে উদ্ধার করে ঢাকার মোহাম্মদপুর এলাকার সিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেন তিনি।
এদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজির আলী গত ২০ অক্টোবর ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোর ৩টার দিকে তিনিও মৃত্যুবরণ করেন।
বিএনপি নেতা হবি ও উজির আলীর মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আপনার মতামত লিখুন :