ঝিনাইদহে সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে অপহরণ করে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা রিপোর্টাস ইউনিটি।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটি কার্যালয়ের সামনে ব্যাপারীপাড়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সাংবাদিকরা একটি প্রতিবাদ র্যালি নিয়ে শহরের পায়রা চত্বর প্রদক্ষিণ করে। পরে তাদের নিজ কার্যালয়ের সামনে ফিরে আসে এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকরা।
বক্তারা বলেন, গত মঙ্গলবার রাতে সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে শৈলকূপার কাঁচেরকোল থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মাদক কারবারী ও সন্ত্রাসীরা। নির্যাতন শেষে মারা গেছে ভেবে বুধবার ভোরে তাকে ধাওড়া গ্রামে রাস্তার ধারে হাত-পা ও চোঁখ-মুখ বেধে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকূপা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :