ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটি’র মানববন্ধন


সংবাদদাতা, ঝিনাইদহ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২১, ৯:৩৬ পূর্বাহ্ন / ৫৩০
ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটি’র মানববন্ধন

ঝিনাইদহে সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে অপহরণ করে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা রিপোর্টাস ইউনিটি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটি কার্যালয়ের সামনে ব্যাপারীপাড়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সাংবাদিকরা একটি প্রতিবাদ র‌্যালি নিয়ে শহরের পায়রা চত্বর প্রদক্ষিণ করে। পরে তাদের নিজ কার্যালয়ের সামনে ফিরে আসে এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকরা।

বক্তারা বলেন, গত মঙ্গলবার রাতে সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে শৈলকূপার কাঁচেরকোল থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মাদক কারবারী ও সন্ত্রাসীরা। নির্যাতন শেষে মারা গেছে ভেবে বুধবার ভোরে তাকে ধাওড়া গ্রামে রাস্তার ধারে হাত-পা ও চোঁখ-মুখ বেধে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকূপা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ।