ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন শৈলকূপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়াদ্দার।
শনিবার (০৪ মে) সন্ধ্যায় গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
দলের সভানেত্রী ও মনোনয়ন বোর্ড প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বোর্ড সদস্য তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রশিদুল আলম, রমেশ চন্দ সেন উপস্থিত ছিলেন।
এছাড়াও দলের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বৈঠকে অংশ নেন।
বৈঠকে নানা বিশ্লেষণ শেষে ২৫ জন মনোনয়ন প্রার্থীর মধ্যে নায়েব আলী জোয়াদ্দারকে নৌকা প্রতীক দেওয়া হয়।
উল্লেখ্য, এ আসনের এমপি আবদুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
আপনার মতামত লিখুন :