টাকার বিনিময়ে যুবলীগ নেতাকে খুন করে ৫ দুর্বৃত্ত


যশোর প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৪, ১১:০৭ অপরাহ্ন /
টাকার বিনিময়ে যুবলীগ নেতাকে খুন করে ৫ দুর্বৃত্ত

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে আধিপত্য বিস্তার, রাজনৈতিক কারণে টাকার বিনিময়ে সন্ত্রাসীদের দিয়ে খুন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে অভয়নগর থানার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মো. জাহিদুল ইসলাম সোহাগ জানান, যুবলীগ নেতা মুরাদ হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজে একজন ভ্যানচালককে দেখা যায়। তাকে খুঁজে পেয়ে মুরাদ হত্যাকাণ্ডের মূল রহস্য জানতে পারি। ৫ জন দুর্বৃত্ত একত্রিত হয়ে মুরাদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নওয়াপাড়া মডেল কলেজ রোড এলাকার মৃত মহাসিন কাজীর ছেলে মো. সাগর কাজী (৩০), ধোপাদি গ্রামের বাবু শেখের ছেলে মো. আল আমিন শেখ (২৫) এবং রানাভাটা সবুজবাগ এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে মো. রনি বেপারীকে (৩২) আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মুরাদ হত্যাকাণ্ডে জড়িত ১১ জনের নাম আমাদের হাতে এসেছে। তদন্তের স্বার্থে তাদের নাম এ মুহূর্তে বলা যাচ্ছে না। আশা করা যাচ্ছে, অতি দ্রুত এ হত্যাকাণ্ডে জড়িত, সহায়তাকারী এবং আর্থিক জোগানদাতাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম প্রমুখ।