টাঙ্গাইলের মির্জাপুরে হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছেন র্যাব।
সোমবার (১৮ জানুয়ারি) বিকালে ২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন; আবুল হোসেনের ছেলে জসিম (৩১) ও মৃত ইব্রাহিম মিয়ার ছেলে সুমন মিয়া (৩৫)।
র্যাব-১২ ও সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রওশন আলী এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, মির্জাপুরের নগরছাওয়ালী গ্রামে নিবারণ ডাক্তারের বাড়ীর পিছনে পুকুর পাড়ে অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন, ২টি মোবাইল ফোন এবং ১টি সিম কার্ডসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীরা মির্জাপুর উপজেলার আশেপাশের এলাকায় মাদকসেবীদের নিকট এবং খুচরা মাদক কারবারীদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য হেরোইন সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিলেন।
আসামীদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :