টালমাটাল আমেরিকা : সেনাবাহিনীর কঠোর হুশিয়ারী


আন্তর্জাতিক ডেস্ক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২১, ৮:৪৩ পূর্বাহ্ন / ৪৬১
টালমাটাল আমেরিকা : সেনাবাহিনীর কঠোর হুশিয়ারী

আমেরিকার রাজনৈতিক ইতিহাসে এমন অস্থির ও অনিশ্চয়তার নজির আগে কখনও দেখা যায়নি। একের পর এক জন্ম নেয়া ঘটনা দেশটির ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মুখে ফেলছে। দেশটির এমন টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নজিরবিহীন বার্তা দিলেন সে দেশের সেনা কর্মকর্তারা। বলা হয়েছে, দেশের সেনা সর্বতভাবে সংবিধান রক্ষায় প্রস্তুত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত কয়েক দশক তো বটেই, দূর অতীতেও এমন ভূমিকায় আসেনি মার্কিন সেনাবাহিনী। বার্তা প্রকাশের পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে। কি ঘটতে যাচ্ছে আগামী দিন গুলোতে তা নিয়ে চিন্তিত মার্কিনীরা।

বিবিসি জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্থল, নৌ এবং বিমান বাহিনিসহ মার্কিন সেনাবাহিনীর সব শাখার শীর্ষ কম্যান্ডাররা যৌথভাবে সব সেনা সদস্যদের প্রতি এক বার্তা পাঠিয়েছেন। যৌথ বাহিনির চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি-সহ সাতজন শীর্ষ জেনারেল এবং একজন অ্যাডমিরালের সই করা এই বার্তা সেনার উদ্দেশ্যে দেওয়া হলেও মার্কিন সংবাদ মাধ্যম তা প্রকাশ করেছে।

বিবিসি জানাচ্ছে, বার্তায় সেনা নেতৃত্ব বলেছেন, “ওয়াশিংটন ডিসিতে ৬ জানুয়ারির হিংসাত্মক হামলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস, ক্যাপিটল ভবনে। এটি আমাদের সাংবিধানিক প্রক্রিয়ার ওপর সরাসরি হামলা। মত প্রকাশের স্বাধীনতা এবং জমায়েতের অধিকার কাউকে দেশদ্রোহিতা এবং বিদ্রোহের অধিকার দেয় না।”

বিবিসি জানায়,  আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনির চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি হবেন নতুন কম্যান্ডার ইন চিফ।

এদিকে পরাজয় মেনে নিতে না পারা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক ভাষণের পরই গত ৬ জানুয়ারি হামলা হয়েছিল সংসদ ভবনে। এতে জড়িত ট্রাম্প ভক্তরা। হামলা রুখতে গিয়ে পুলিশের গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে।

আর্ন্তজাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণ করবেন। তার আগেই ফের হামলা চালাতে মরিয়া বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প ভক্তরা। তারা বিভিন্ন আদালতের দখল নিতে গোপনে বার্তা দিয়েছে।

এমন পরিস্থিতিতে যেকোনও রকম অনাকাংখিত ঘটনা এড়াতে বিশেষ সতর্কবার্তা জারি করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই।

এরপরই এসেছে মার্কিন সেনাবাহিনীর যৌথ কমান্ডের বিবৃতি। এই বিবৃতি বার্তার পরই ফের আন্তর্জাতিক মহল সরগরম।

জানা গেছে, ক্ষমতায় বসতে চলা ডেমোক্র্যাটরা বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা শেষের আগেই অভিশংসন করতে মরিয়া। এরই মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্পের অভিশংসন প্রস্তাব পাশ হয়েছে। এখন তা চূড়ান্ত রূপ পেতে সিনেটে ভোটাভুটিতে যাবে।