টেকনাফে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার


টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৩, ২০২৪, ৮:২৪ পূর্বাহ্ন /
টেকনাফে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সাজা ও ১,০০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মরিয়ম খাতুন (২৭) নামে এক নারী পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

গ্রেফতারকৃত মরিয়ম খাতুন উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ওয়াব্রাং এলাকার মোঃ হানিফের মেয়ে ও মুহাম্মদ হাসানের স্ত্রী।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।