টেকনাফে ৮৯ হাজার ৫’শ ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক


সংবাদদাতা, টেকনাফ (কক্সবাজার) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২১, ১১:৪৪ পূর্বাহ্ন / ১৩১
টেকনাফে ৮৯ হাজার ৫’শ ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকা থেকে ৮৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নুর সেতারা (২১) নামে এক নারী মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। আটক নারী টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহাদাত হোসেনের স্ত্রী।

সোমবার (১৫ ফেব্রুয়ারী) রাতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকায় অভিযান চালিয়ে ৮৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নুর সেতারা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক নারী ইয়াবা কারবারীকে জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।