আসন্ন ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা।
বুধবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতি একরামুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নাসিরুল ইসলাম, অ্যাডভোকেট তোজাম্মেল হক মঞ্জু, অ্যাডভোকেট শেখর কুমার রায়, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা আইনজীবিদের কাছে সহযোগিতা কামনা করেন। সেই সাথে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :