ঠাকুরগাঁওয়ে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ


কায়সার রেজা লাবণ্য, ঠাকুরগাঁও প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২০, ১০:২৩ পূর্বাহ্ন / ১৫৮
ঠাকুরগাঁওয়ে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে শীতের রাতে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে দেখা যায় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন কে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার জগন্নাথপুর ও বেগুনবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায়-দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিহাব উদ্দিন ও ওপেন স্কাউট গ্রুপের সেচ্ছাসেবকগণ।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন, গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে।