ঠাকুরগাঁওয়ে শীতের রাতে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে দেখা যায় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন কে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার জগন্নাথপুর ও বেগুনবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায়-দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিহাব উদ্দিন ও ওপেন স্কাউট গ্রুপের সেচ্ছাসেবকগণ।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন, গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :