ঠাকুরগাঁওয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার


মিজানুর রহমান, ঠাকুরগাঁও প্রকাশের সময় : জুন ১৯, ২০২১, ২:১২ অপরাহ্ন / ২২১
ঠাকুরগাঁওয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলায় ২৫০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১৯ জুন)) উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁও গ্রামের ছেতনাইতলী এলাকা থেকে কষ্টি পাথরের মুর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মন্টুর বাড়ির পাশে পুকুর খননের সময় মুর্তিটি দেখতে পায় শ্রমিকরা।
খবর ছড়িয়ে পড়লে বিশাল আকৃতির কষ্টি পাথরের মুর্তিটি দেখতে স্থানীয়রা ছুটে আসেন।
তৎক্ষণাৎ বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানানো হয় ।
পরবর্তিতে চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।
পরে তিনি সদর থানা পুলিশকে অবহতি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধারের পর থানায় নিয়ে আসে। মূর্তিটির ওজন ২৫০ কেজি। প্রশাসনের নির্দেশে এটি সংরক্ষনের উদ্যোগ নেয়া হবে।