ঠাকুরগাঁওয়ে কাউন্সিলর প্রার্থীর মৃত্যু
সংবাদদাতা, ঠাকুরগাঁও
প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২১, ৮:০৭ পূর্বাহ্ন /
১০৯
ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ময়নুল ইসলামের (৬০) মৃত্যু হয়েছে। তিনি উটপাখি প্রতীকের প্রার্থী ছিলেন।
শনিবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ তিনি মারা যান।
ময়নুল ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ৭ নং ওয়ার্ডের দুই বার নির্বাচিত কাউন্সিল ছিলেন। এবারের নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, শনিবার বিকেলে শহরের শাহাপাড়া এলাকার নিজ বাড়িতে পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ময়নুল ইসলামের হার্ট স্ট্রোক হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন ময়নুল ইসলামকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জিলহাজ উদ্দিন বলেন, ঠাকুরগাঁও পৌরসভার ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬ জন প্রতিদ্বদ্বিতা করছেন। এর মধ্যে ময়নুল ইসলামের মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়েছে, নির্বাচন কমিশনের দেয়া নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।আপাতত ওই ওয়ার্ডের অন্যান্য কাউন্সিলর প্রার্থীদেরকে নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :