ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সাব-রেজিষ্ট্রার অফিসের কাজ চলছে সামাজিক দূরুত্ব না মেনেই।
সামাজিক দূরুত্ব বজায় না রেখেই দলিল সম্পাদনের কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, সোমবার (২৮ জুন ) সকাল থেকে দলিল সম্পাদনের জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে জনসাধারণ এসেছেন। অধিকাংশ লোকজনের মুখে মাস্ক পযর্ন্ত দেখা যায়নি।
ইতোমধ্যেই উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে ১৭৭জন ও মারা গেছেন ৮ জন ।
এরপরেও অজ্ঞাত কারণে বিভিন্ন ভাবে সামাজিক দূরুত্ব বজায় না রেখেই দলিল সম্পাদনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এতে হুমকির মধ্যে রয়েছে উপজেলার সাধারণ মানুষ। সীমিত আকারে অফিস চলাচল করার কথা থাকলেও তা মানছেন না সাব-রেজিষ্ট্রার আকতারুজ্জামান।
উপজেলার দলিল লেখক সমিতি সভাপতি আব্দুল হাকিম বলেন, সবাইকে বলা হয়েছে সামাজিক দূরুত্ব বজায় রেখে কাজ করার জন্য৷ কেউই মানছেন না আইন৷ আপনারা শুধু আমাদের দেখছেন, আমাদের বলছেন৷ হাট বাজারে হাজার হাজার মানুষ মাস্ক ছাড়া চলাফেরা করছে৷ আমি কাজে ব্যস্ত আছি সাক্ষাৎতে কথা হবে৷
হরিপুর উপজেলা সাব-রেজিষ্ট্রার কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, সামাজিক দূরুত্ব বজায় রেখে কাজ করার চেষ্টা করছি
কিন্তু পাবলিক তো মানছেন না। আমি আপনাদের সামনেই অফিস থেকে চলে যাচ্ছি৷
Leave a Reply