বাঁশের কয়েকটি খুঁটির উপর দাঁড় করানো ছোট্ট একটি ঝুপরি ঘর।
এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যান এর সাহায্য দেওয়া অর্থ দিয়ে কয়টা ঢেউটিন দিয়ে মোড়ানো নড়বড়ে এ ঘরটিতে স্বামী পরিত্যক্ত
মেয়ে ও দুই নাতি নিয়ে মানবেতর দিন কাটছে বৃদ্ধা
সোনামতি (৭৫) ।
প্রায় ৭৫ বছর বয়সী এ বৃদ্ধা স্বামী হারিয়ে বর্তমানে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে কোনো রকম জীবনের ঘানি টেনে যাচ্ছেন।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাও ইউনিয়নের জামুনগাজী বস্তি গ্রামের বাসিন্দা সোনামতির ভাগ্যে এখনো পর্যন্ত
জোটেনি সরকারি ঘর।
কিছু দিন বয়স্ক ভাতা পেলেও অজ্ঞাত কারণে সেটিও বন্ধ হয়ে যায়।
সোমবার (২৪ মে) সকালে সোনামতির সাথে কথা বলে জানা গেছে, তার জীবনের দুর্বিষহ কষ্টের ইতিহাস।
তিনি জানান, প্রায় ৫ বছর পূর্বে স্বামী তহরিল আলী মারা যান। শুধুমাত্র বসত ভিটার ৩ শতক জমি ছাড়া অন্য কোনো সহায়-
সম্পদ রেখে যাননি।
স্বামীর মৃত্যুর পর স্বামী পরিত্যক্ত এক মেয়ে আসমা ও দুই নাতিকে নিয়ে
অন্যরে বাড়িতে কাজ করে কোনো রকম জীবিকা নির্বাহ করতো।
বয়সের ভারে বৃদ্ধা সোনামতি কোনো কাজই এখন আর করতে পারেন না। তাই কোনো উপায় না দেখে বর্তমানে মানুষের দ্বারে
দ্বারে ভিক্ষা করে জীবন চালাচ্ছেন।
সোনামতি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, পৃথিবীতে আমার কেউ নাই। ঘর নাই। খাবার নাই। আমাকে দেখার মতো কেউ নাই।
সরকারি কোনো সাহায্য সহযোগিতাও নাই।
তাই সরকার যেন একটি ঘর দিয়ে এবং আমার বয়স্ক ভাতার কার্ডটি ঠিক করে ভাতা পাওয়ার ব্যবস্থা করে শেষ জীবনের নিরাপত্তা
দেয় সে জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
তিনি আরো বলেন, গত বছর কাল বৈষাখী ঝড়ে আমার একমাত্র ঘরটি বিধস্ত হয়ে গেলে আমি আশ্রয়হীন হয়ে পড়ি।
আমার দূর্দশা স্থানীয় ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদারের নজরে আসলে আমাকে সে কিছু ঢেউটিন এর ব্যবস্থা করে দেয়।
এরপর স্থানীয় লোকজন চাঁদা তুলে আমাকে একচালা একটি ছোট্ট ঘর তৈরি করে দেয়।
আমার এই করুণ অবস্থা তুলে ধরে সাংবাদিকগণ সংবাদ প্রকাশ করেন।
সংবাদ প্রকাশিত হওয়ায় স্থানীয় এমপি পুত্র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন,
উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম আমার বাড়ি পরিদর্শনে এসে
আমাকে সরকারি একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।
কিন্তূ এই আশ্বাসের এক বছর হয়ে গেলো কেউ আর আমার খবর রাখেনি- এই বলে বৃদ্ধা সোনামতি কান্নায় ভেঙ্গে পড়ে।
প্রতিবেশীরা জানান, বৃদ্ধা সোনামতি সত্যি চরম অসহায় ও মানবেতর জীবন কাটাচ্ছেন।
যে ঝুপরি ঘরটিতে সোনামতি বাস করছেন যে কোনো সময় ঝড়-তুফানে সে ঘরটিকে উড়ে যেতে পারে।
তাকে দ্রুত সরকারি অর্থায়নে একটি ঘর নির্মাণ করে নিরাপদভাবে থাকার ব্যবস্থা করে দিতে অনুরোধ করেন তারা,
জানা যায়, হরিপুর উপজেলায় ৩য় কিস্তিতে দু:স্থ ও অসহায়দের মাঝে ৯শ ৩৬ টি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হলেও বৃদ্ধা
সোনামতির ভাগ্যে জুটেনি সে ঘর।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পাভেল তালুকদার বলেন, সোনামতির এই করুণ অবস্থার বিষয়ে আমি জানি। তার
একটি ঘরের জন্য আমি উপর মহলকে অবহিত করেছি।
গত বছর কালবৈশাখী ঝড়ে তার একমাত্র ঘরটি বিধস্ত হয়ে গেলে আমি বৃদ্ধা কে কিছু ঢেউটিন এর ব্যবস্থা করে দিয়েছিলাম।
আমি তাকে বিভিন্ন সময় সহযোগিতা দিয়ে আসছি।
তিনি আরো বলেন, এই অসহায় মহিলাকে সরকারী ভাবে একটি ঘর দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।
সোনামতির ঘর নির্মাণে প্রতিশ্রুতির ব্যপারে জানতে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম এর মুঠোফোনে
যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আপনার মতামত লিখুন :