ঠাকুরগাঁওয়ে ২৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক-১


সংবাদদাতা, ঠাকুরগাঁও প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২১, ১০:০৫ পূর্বাহ্ন / ১৭৯
ঠাকুরগাঁওয়ে ২৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক-১

ঠাকুরগাঁওয়ে আলু ভর্তি বস্তায় অভিনব কায়দায় মাদক পাচারকালে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৪৮ বোতল ফেন্সিডিলসহ মামুন নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে শহরের বাসস্টান এলাকায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযানে মাদক কারবারী মামুনকে আটক করে। আটক মামুন (৩০) বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী এলাকার খসিরুল আলমের ছেলে।

পুলিশের সূত্রে জানাযায়, আটককৃত ফেন্সিডিলগুলো হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়িতে করে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওসি তানভিরের নেতৃত্বে আগে থেকেই অবস্থান নেয় পুলিশ। এরপর উক্ত গাড়িটি ঘটনাস্থলে পৌঁছালে গতিরোধ করে তারা। তল্লাশি চালিয়ে গাড়ির পিছনের লকারে থাকা আলুর বস্তাতে উল্লেখিত ফেন্সিডিল পাওয়া যায়। পরে সুপারভাইজারের সহযোগীতায় সেই বস্তার মালিককে সনাক্ত করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জনান, আটককৃত আসামি প্রাথমিকভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।