ঠাকুরগাঁও দুই পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়


সংবাদদাতা, ঠাকুরগাঁও প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২১, ২:০৯ অপরাহ্ন / ২৩৮
ঠাকুরগাঁও দুই পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়

ঠাকুরগাঁও পৌরসভার প্রথম নারী মেয়র হিসেবে আঞ্জুমান আরা বন্যা নির্বাচিত হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারী) ভোটগ্রহণ শেষে বেসরকারি ভাবে গণনার ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশনার। বন্যা নৌকা প্রতিকে ২৬৪৯৪ ভোট পেয়ে ঠাকুরগাঁও পৌর মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী শরিফ উদ্দিন শরিফ পেয়েছেন ৫৩৩৩ ভোট।

অপরদিকে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার মেয়র হিসেবে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৯৯৩ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত নেতা মোকাররম পেয়েছেন ২৩৬৯ ভোট।