খুলনার ডুমুরিয়া উপজেলায় ছেলে ও শ্যালকের পিটুনিতে আহত নুর মোহাম্মদ নূরো (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঘটনার ৯দিন পর মঙ্গলবার (০৫ নভেম্বর) দিনগত রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানায় দায়েরকৃত এজাহার ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর সকালে উপজেলার শোভনা ইউনিয়নের মলমলিয়া এলাকার মৃত হায়দার আলী শেখের ছেলে নুর মোহাম্মদ নুরো শেখের দ্বিতীয় স্ত্রী মীরা বেগম ও পুত্রবধূ জায়েদা বেগমের মধ্যে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক বিতণ্ডা হয়। তারই জের ধরে নিহতের ছেলে জয়নুল শেখ ও শ্যালক আঃ কুদ্দুস মোল্লা নুরোর উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়ে পড়লে প্রথমে তাকে ডুমুরিয়া পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত নুরো বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। হাসপাতালে চিকিৎসা শেষে নুরো বাড়ি ফেরার পর গত মঙ্গলবার সন্ধ্যায় আবারও সে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে দ্রুত খুমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মোঃ মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং নিহতের ছেলে আসামি জয়নুল শেখ ও শ্যালক কুদ্দুস মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :