ডোমারে কৃষি মন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক


সংবাদদাতা, নীলফামারী প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২১, ৫:৫৪ পূর্বাহ্ন / ১৫৪
ডোমারে কৃষি মন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক
নীলফামারীর ডোমার উপজেলার বুধবার (২৭ জানুয়ারী) সকালে বিএডিসির আলুর বীজ উতপাদনের কার্যক্রম পরিদর্শন করেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, এক সময় আমরা বিদেশ থেকে আলুর বীজ আনতাম এবং তা সংরক্ষণ করে রাখতাম যাতে দেশে আলুর সংকট সৃস্টি না হয়। আর এখন দেশেই প্রচুর পরিমানে আলু চাষ হচেছ। আর দেশে ৬০ থেকে ৭০ ভাগ আলুর চাহিদা পূরণ করে এখন আমরা কিভাবে বিদেশে আলু রপ্তানি করা যায় এবং শিল্প খাতে আলুর চাহিদা বৃদ্ধি করা যায় সে বিষয়ে ভাবছি।
তিনি আরো বলেন, দেশের উত্তরাঞ্চল বিশেষ করে নীলফামারী, দিনাজপুর , ঠাকুরগাঁও ও পঞ্চগড় এ শীত সবার আগে আসে এবং সবার পরে যায় আর এসময়টাই হচেছ এ অঞ্চলের আলু চাষের জন্য উপযুক্ত সময়। এ অঞ্চলে কিভাবে আরো বেশি আলু চাষ করা যায় সে বিষয়টি নিয়ে আমরা ভাবছি।
এসম উপস্হিত ছিলেন কৃষি সচিব , বিএডিসির চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সস্টুট এর পরিচালক, গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রর পরিচালক বারির পরিচালক, নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান , নীলফামারীর পুলিশ সুপার মোখলেছুর মোমিন ডোমার উপজেলার নির্বাহি অফিসার শবনম, ডোমার এসআই মোস্তাফিজুর রহমান সহ আরো অনেকে।