বগুড়ার ধুনট থানা পুলিশের অভিযানে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সাবেক সভাপতি মইদুল ইসলাম হিরু (৪৫)। ঢাকা মেট্রোপলিটন আদালত একটি মামলায় তাকে তিন বছরের সাজা দিয়েছেন।
জানা যায়, বুধবার (০৮ মে) তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
ধুনট থানার ওসি সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, হিরুকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বগুড়ার ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী এলাকার মফিজ উদ্দিন মাস্টারের ছেলে মইদুল ইসলাম হিরুর বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা হয়। ওই মামলায় ঢাকা মেট্রোপলিটন আদালত হিরুকে তিন বছরের সাজা দেন। পলাতক থাকায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
ধুনট থানা পুলিশ মঙ্গলবার রাতে ঢাকার একটি এলাকা থেকে হিরুকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
আপনার মতামত লিখুন :