সিরাজগঞ্জের তাড়াশে অসহায় দুঃস্থ্যদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এসডিএফ এর আয়োজনে ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে বিনামূল্যে ওই ছাগল বিতরণ করা হয়।
এসডিএফ এর পরিচালক হাবিবুর রহমান (হাবিব) এর সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ডা. মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ আব্দুস সালাম জাকারিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহানুর রহমান, সিডিএমএস এর পরিচালক আব্দুল মালেক, এসডিএফ- এর সুপারভাইজার, মোঃ মাসুদুর রহমান, পশু চিকিৎসক মোঃ রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ৫ জন অসহায় দুঃস্থ্য মহিলার মাঝে ৫ টি ছাগল বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :