তীব্র শীতে জন-জীবনে পরিবর্তন


সংবাদদাতা, কুমিল্লা (উত্তর) প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২১, ৬:৫৬ পূর্বাহ্ন / ৪৪৪
তীব্র শীতে জন-জীবনে পরিবর্তন

জানুয়ারির শেষের দিকে বাড়ছে শীতের প্রকোপ।ছোট থেকে মাঝারি শৈত প্রবাহ, সঙ্গে বৃষ্টির কারণে শীত বেড়ে গেছে কয়েকগুণ। যদিও দুপুরের দিকে সূর্য কিছুটা উঁকি দেয় তবুও কমছে না শীতের প্রকোপ। প্রচন্ড শীতের কারণে জন-জীবনের সাধারণ ধারা পরিবর্তিত হয়েছে। মাঠে কাজ করা সাধারণ জনগন পড়েছে শীতের কারণে মহাবিপদে। সঠিক সময়ে কাজে যেতে না পারায় দৈনিক খাদ্য জোগাড় করতে প্রচুর কষ্ট সহ্য করতে হচ্ছে।

বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমূলক সংগঠন শীতবস্ত্র বিতরণ করায় কিছুটা স্বস্তিতে এসব মানুষ। সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মিলেই না। সকাল ১১টা পর্যন্ত কুয়াশার চাঁদরে ঢাকা থাকে সব কিছু। প্রতিদিনর ব্যস্ত রুটিনও শুরু হয় কিছুটা দেরি করে।দোকানপাট সব খুলছে দেরি করে। বাজারে আসছে শীতকালীন তাঁজা শাক-সবজি। গ্রাম অঞ্চলগুলোতে পড়েছে ভাপাঁ পিঠার সাথে খেজুরের রসের স্বাদ নেয়ার ধুম।