জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খুলনার দাকোপ উপজেলা কমিটি গঠন উপলক্ষে শনিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪ টায় স্থানীয় চলনা পৌরসভার আরশাদ আলী এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদ মাওলানা সাইখুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও খুলনা গোয়ালখালি মাদ্রাসার প্রিন্সিপাল পীর সাহেব চরমোনাই(রহঃ) এর খলিফা হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার সভাপতি ও খুলনা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মোঃ আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সভাপতি মুফতি আমানুল্লাহ, আইম্মা পরিষদ সাংগঠনিক সম্পাদক মুফতি আলী আহমেদ, জেলা আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় মাওলানা শাইখুল ইসলামকে সভাপতি ও মুফতি আহসান হাবিবকে সহ-সভাপতি এবং মাওলানা আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে দাকোপ উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি হাসিবুর রহমান, মাওলানা আব্দুল কাদের, হাফেজ মাওলানা তাবারক হোসাইন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা সোহরাব হোসাইন, মাওলানা আবুল হাসান, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা ইকবাল হোসাইন, মুফতি মুহাম্মদ শফী, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ রবিউল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :