দারুল কুরআন ইবতেদায়ী মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালন


সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন /
দারুল কুরআন ইবতেদায়ী মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ডের ভুলাইপাড়াস্থ দারুল কুরআন ইবতেদায়ী মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‍্যালি, দোয়া মাহফিল ও ৫ম শ্রেণির A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র মোঃ আরিয়ান উদ্দিন নিখিল।

মাদ্রাসার সভাপতি মোঃ আলহাজ্ব জালাল আহমেদ মেম্বারের সভাপতিত্ত্ব ও মাদ্রাসার পরিচালক মোঃ আশরাফ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা বর্তমান ইউপি সদস্য মোঃ খাইরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, অর্থ-সম্পাদক মোঃ সালা উদ্দিন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ভুলাইপাড়া আবদুল আলী মুহুরী জামে মসজিদ সাবেক ইমাম ও খতিব মোঃ মোজাম্মেল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরু জ্জামান, সাবেক অর্থ সম্পাদক মোঃ নেজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ, সিপিপি বাড়বকুণ্ড ইউনিট টিম লিডার মোঃ মহি উদ্দিন, বাড়বকুণ্ড মুজাদ্দিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ মুমিন, ভুলাইপাড়া আবদুল আলী মুহুরী জামে মসজিদের ইমাম মোঃ ইলিয়াছ, মাদ্রাসার অভিভাবক সদস্য বৃন্দ।

এসময় মাদ্রাসার শিক্ষক মোঃ জাহেদ হোসাইন, হাফেজ মোঃ ইমাম উদ্দিন, হাজেফ মোঃ জাহেদ হোসেন, মোঃ তারেক হোসেন, মোঃ মহিন উদ্দিন ও শিক্ষিকা মোছাঃ পারুল আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।