দিনাজপুরের চিরিরবন্দরে চলমান বৈশ্বয়িক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে এবং জনসচেতনা বৃদ্ধির লক্ষে কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূর্গ প্রকল্পের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, সরকারি স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের আয়োজনে মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরের বাহাদুর বাজার মোড়ে পথচারীদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা।
এসময় উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ড. ডা. সাব্বির হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক,
থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিল্টন,
উপজেলা স্কাউটস্ সহকারী কমিশনার ও চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম,
চিরিরবন্দর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :