দিনাজপুরে কাউন্সিলর আশরাফুল আলম গ্রেফতার


সংবাদদাতা, দিনাজপুর প্রকাশের সময় : জুন ২১, ২০২১, ১২:৩০ অপরাহ্ন / ১৭৪
দিনাজপুরে কাউন্সিলর আশরাফুল আলম গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা কাউন্সিলর মো. আশরাফুল আলম ফুলিকে দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

আশরাফুল আলম ফুলি পৌর শহরের কলেজ মোড় এলাকার মো. ইউসুফ আলীর ছেলে।

তিনি বীরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর।

রবিবার ((২০ জুন) রাতে অভিযান চালিয়ে পৌর শহরের কলেজ মোড়ের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরদিন সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বীরগঞ্জ থানা ওসি (তদন্ত) মো. সোহেল রানা জানান, আশরাফুল আলম ফুলির বিরুদ্ধে আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন কলেজ মোড় এলাকার মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী রাবেয়া খাতুন।

আদালতের নির্দেশে মামলাটি রবিবার বীরগঞ্জ থানায় রেকর্ড করা হয়। পরে রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল মতিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।