দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে : চালকের মৃত্যু


আব্দুর রউফ সোহেল, বিরামপুর (দিনাজপুর) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২১, ১২:১৬ অপরাহ্ন / ৫৫৮
দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে : চালকের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে পন্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক আহাদ আলী (৪০) নিহত হয়েছেন। নিহত ট্রাকচালক ঝিনাইদহ সদর উপজেলার রমজান আলীর পুত্র।

রবিবার (১৪ ফেব্রুয়ারী) ভোর ৬টায় উপজেলার মতিহারা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতক্ষদর্শী ও থানা সুত্রে জানা গেছে, পণ্যবাহী ট্রাকটি ঝিনাইদহ থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাওয়ার পথে নবাবগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের মতিহারা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে উদ্ধার করে স্থানীয় দলারদরগা ক্লিনিকে নেয়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালকের সহকারী জাহিদুল ইসলাম গুরুতর আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকের সহকারী গুরুত্বর আহত হয়েছেন। থানায় মামলা হয়েছে।