দিনাজপুরে বিধবার জমি দখলের প্রতিবাদে মানববন্ধন


সংবাদদাতা, দিনাজপুর প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ন / ১৮৯
দিনাজপুরে বিধবার জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরে অন্ধ প্রতিবন্ধী ও অসহায় বিধবার বসতবাড়িসহ জমি জোরপূর্বক ভোগ দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে শহরের পাটুয়াপাড়া মহল্লার কয়েক শতাধিক নারী পুরুষ।

বুধবার (৩ জানুয়ারী) বেলা ১১টার দিকে রুখে দাড়াও দিনাজপুর- ব্যানারে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন অন্ধ-প্রতিবন্ধী ও অসহায় বৃদ্ধার জমি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সাহায্য চাই। স্থানীয় মো. সায়েদ আলী শাহীন, শাহ রেজয়ানুর রহমান ও মানিকসহ অন্যন্যরা মরিয়া হয়ে অন্ধের জমি আত্মসাতের অপচেষ্টা চালাচ্ছে। অন্ধ প্রতিবন্ধীর প্রতি ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে ওই সমস্ত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির আহবান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাউফ খাঁন, শেখ তামজিদ অন্তর, নাঈম সরকার ও মীর্জা আলী প্রমুখ।