দীঘিনালায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর


সংবাদদাতা, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২০, ৮:০৪ পূর্বাহ্ন / ২২১
দীঘিনালায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর)  উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে মেরুং পুলিশ ফাঁড়ির সামনে মুজিব চত্বরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তারা।

স্থানীয়দের ধারণা, ফজরের আজান শেষে বাজারের পাহারাদাররা চলে যায়। পাহারাদার চলে যাওয়ার পরেই প্রতিকৃতি ভাঙচুর করা হয়েছে।

পুলিশ বলছে, অতিরিক্ত কুয়াশা এবং প্রতিকৃতির উত্তর পাশে মাল বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকায় কারা এই ঘটনা ঘটিয়েছে তা ফাঁড়ি থেকে দেখা যায়নি।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুরের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। উপজেলার কোথাও যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।