ইসলামী যুব আন্দোলনের জাতীয় যুব কনভেনশন


মোঃ আশরাফুল ইসলাম, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২১, ১২:৫৬ অপরাহ্ন / ২৭৯
ইসলামী যুব আন্দোলনের জাতীয় যুব কনভেনশন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আদর্শবান যুবক এর কোনো বিকল্প নেই, তাই দেশের সংকট মোকাবেলায় যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ।

শুক্রবার (২২ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন তৃতীয় জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিনের সঞ্চালনায় যুব সমাজের উন্নয়ন, ইনসাফ পূর্ণ সমাজ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ৩য় জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হয়।

কনভেনশনে ২০২১-২২ শাসনের জন্য মাওলানা নেছার উদ্দিনকে সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলামকে সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদকে সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করেন দলের আমীর পীর সাহেব চরমোনাই।

যুব কনভেনশনে বিশেষ অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শাইখুল হাদিস মুফতি ফয়জুল করিম বলেন, গোটা দেশ এখন লুটের রাজ্যে পরিণত হয়েছে। বালিশ-পর্দা ক্রয়ের নামে দেশের সম্পদ লুট করছে। আমাদের যখন পেঁয়াজের দরকার তখন ভারত পেঁয়াজ বন্ধ করে দেয় আর ভরা মৌসুমে পেঁয়াজ রপ্তানি করে আমাদের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করতে চায়।

তিনি আরো বলেন, ভ্যাকসিনের নামে ভারত সরকার আমাদের কি উপহার দিয়েছে তাও ভাববার বিষয়।

বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।