চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ এলাকার বাসিন্দা বজলুর রহমানের ছেলে মো.রফিকুল ইসলাম রাব্বি পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
সে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করলেও ২০১৬ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওভারব্রীজ দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হলে তার দুটি হাত কেটে ফেলা হয়। সেদিন মহাসড়কের উপর দেয়া ফুট ওভারব্রীজটি মেরামত কালে ওয়েল্ডিং করার সময় বিদ্যুতের তার লেগে তার ২ হাত ঝলসে যায়। বাঁচিয়ে রাখার তাগিদে ডাক্তার তার ২ হাতই কেটে ফেলে। কিন্তু দুহাত হারিয়েও পড়ালেখা ছেড়ে দেয়নি অদম্য রাব্বি।
রাব্বি বলেন, ‘আমি যে শারীরিক প্রতিবন্ধী সেটা কখনো চিন্তা-ই করিনি। আমার মনোবল সব সময় শক্ত ছিল। যার কারণে মানুষের দোয়া ও ভালোবাসায় আমি ভালো রেজাল্ট করেছি। ভবিষ্যতে শিক্ষাজীবন শেষ করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন রাব্বি।
আপনার মতামত লিখুন :