চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজে নেতৃবৃন্দ বলেছেন, জুলাই বিপ্লবের সুফল ধরে রাখতে দেশের গণমাধ্যমকে ফ্যাসিবাদ এবং তাদের দোসরমুক্ত রাখতে হবে। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নেরও দাবি জানান বিগত ১৮ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা পেশাজীবী এ সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংগঠনের সভাপতি শাহ নওয়াজের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সালেহ নোমান ও দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে তারা এসব দাবি জানান।
বক্তব্য রাখেন- চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সাংবাদিক সমবায় সমিতির সভাপতি মুস্তাফা নঈম, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির আহবায়ক মঈন উদ্দিন কাদেরী শওকত, সিএমইউজে সদস্য শহিদুল ইসলাম, সাইফুল্লাহ চৌধুরী, আমিনুল ইসলাম, সিএমইউজের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, মাহবুব মাওলা রিপন, মোহাম্মদ হোসেন, আবু সুফিয়ান, কামরুল হুদা, জোবায়েরুল ইসলাম, ওমর ফারুক, বজলুল হক, আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার আবু বকর।
ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বক্তব্য দেন সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী, নীলা আফরোজ, তানভীর শরীফ, ইব্রাহীম কুরায়শী, লুৎফর রহমান রোহান, ছাত্র প্রতিনিধি বায়াতুল্লাহ বায়াত প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে নির্লজ্জ ভূমিকা রেখেছিল কিছু গণমাধ্যম মালিক ও কর্মীরা। বাছাই করে ভিন্নমতের সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছিল। গণভবনে গিয়ে সাংবাদিক নেতারা চাটুকারিতায় লিপ্ত ছিলেন। আমরা অবিলম্বে দেশবিরোধী সেই চাটুকারদের আইনের আওতায় আনার দাবি জানাই।
তারা বলেন, গণমাধ্যমকর্মীদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে অনতিবিলম্বে আইন প্রণয়ন করতে হবে।
আপনার মতামত লিখুন :