শনিবার (৩০ জানুয়ারী) সকাল ১০টায় গোয়ালখালী মাদরাসার ফজলুল করীম (রহঃ) ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে ছাত্র গনজমায়েত নগর সভাপতি মুহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এইচ এম ইনামুল হাসান সাঈদ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশে আজ দূর্নীতির চরম মহড়া চলছে। দেশের আইন এখন জোর যার মুল্লুক। তিনি চসিক নির্বাচনের চরম সমালোচনা করেন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলন এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল গাজী মোঃ ওসমান গনী, বিশেষ বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় শুরা সদস্য এইচ এম খালিদ সাইফুল্লাহ।
প্রধান বক্তা বলেন, বিশ্বের কাছে বাংলাদেশ এখন অনিয়ম, অব্যবস্থাপনা ও দূর্নীতির রোল মডেল, ক্যাম্পাসে ছাত্রী ধর্ষণ, কুলুষিত ছাত্র রাজনীতি এটা ছাত্রলীগের নিত্য বৈশিষ্ট্য।
উপস্থিত ছিলেন মুফতি আমানুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ ইমরান, শেখ মোঃ নাসির উদ্দীন, হাফেজ আসাদুল্লাহ গালিব, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মুফতি হেলাল উদ্দিন শিকারী, আলহাজ্ব আবুল কাশেম, মাওলানা তাওহিদুল ইসলাম মামুন, মাইনুদ্দিন, মাহমুদুল হাসান, ফরহাদ মোল্লা, আবু রায়হান, সাঈদুল ইসলাম,মাহাদি মুন্না, নাইমুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :