রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশার পাশাপাশি বয়ে যাচ্ছে হীম শীতল বাতাস। এতে বেড়েছে শীতের তীব্রতা। এই শীতে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ। তবে শীতের শুরু থেকেই দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ জানুয়ারী) বিকালে রাজধানীতে শীতার্তদের উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করলো সোশ্যাল অর্গানাইজেশন ‘দেশ প্রেমিক নাগরিক ফোরাম ও বন্ধুবর্গ সেবা সংগঠন’।
সংগঠনের সভাপতি সাইদুর রহমান টিপু বলেন, শৈত্যপ্রবাহের কারণে সারাদেশে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। একদিকে করোনা, অন্যদিকে শীতজনিত রোগের প্রকোপ। এমন সময় আমাদের প্রত্যেকেরই উচিৎ মানুষের পাশে দাঁড়ানো। এই ভাবনা থেকে আমাদের সংগঠন এই উদ্যোগ গ্রহণ করেছে।
আপনার মতামত লিখুন :