‘দ্যা লাভ’ দেখার পর দর্শক কেঁদেছে- আব্দুল্লাহ আল ফাহিম


যাযাবর পলাশ, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন / ৫৬৬
‘দ্যা লাভ’ দেখার পর দর্শক কেঁদেছে- আব্দুল্লাহ আল ফাহিম

গল্পভিত্তিক ওয়েব চলচিত্র “দ্যা লাভ”। যা গত ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে।

ইতিমধ্যেই দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে তরুণ নির্মাতা আব্দুল্লাহ আল ফাহিম পরিচালিত নতুন এই ওয়েব ফিল্মটি। যার প্রযোজক সরকার সুমন এবং প্রযোজনা প্রতিষ্ঠান সরকার মিডিয়া।

এই ওয়েব চলচিত্রটি সরকার মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে নির্মাতা আব্দুল্লাহ আল ফাহিম বলেন, দর্শক কেদেছে ‘দ্যা লাভ’ দেখার পর। অনেকেই ফোন কল দিয়ে জানিয়েছেন দ্যা লাভ দেখার সময় খুব কষ্ট পেয়েছি। বিশেষ করে এখানে বাবা ও সন্তানের গল্পটা তুলে ধরা হয়েছে।

নির্মাতা আরো বলেন, কাজটি আমি মানুষকে কাঁদানোর জন্য করেছি, তাই চরিত্রের জন্য সব নতুন মুখ নিয়েছি। আমি বরাবরই ধন্যবাদ দিব আমার প্রযোজক সরকার সুমনকে। তিনি সাহস না দেখালে হয়ত “দ্যা লাভ” নির্মান করতে পারতাম না। দর্শক দেখছে এতেই আমি খুশি।