ধামইরহাটে আত্রাই নদী দিয়ে ভেসে আসা ভারতীয় যুবকের লাশ হস্তান্তর


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ন /
ধামইরহাটে আত্রাই নদী দিয়ে ভেসে আসা ভারতীয় যুবকের লাশ হস্তান্তর

নওগাঁর ধামইরহাটের আত্রাই নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভেসে আসা অজ্ঞাত এক ভারতীয় যুবকের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (০৮ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে এক সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে ধামইরহাট থানা-পুলিশ ওই যুবকের লাশ বিএসএফের নিকট হস্তান্তর করে।

জানা যায়, গত ৬ নভেম্বর দুপুরে ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের মেইন পিলার ২৬০/৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাহার জিআর নং ৮২৪৬৩০ মানচিত্র নং-৭৮ সি/১২ চৌঘাট গ্রামস্থ আত্রাই নদীর কিনারা হতে ভাসমান অবস্থায় যুবকের মৃতু দেহ বস্তাবর বিওপির বিজিবি সদস্যরা উদ্ধার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

ধামইরহাট থানা পুলিশ মৃতদেহটি গ্রহণের পর সুরতহাল প্রস্তুত করে। পরে অপমৃত্যু মামলা মৃত্যুর সঠিক কারন নির্ণয় এর জন্য অজ্ঞাতনামা লাশের ডিএনএ সংরক্ষন ও ময়না তদন্তের জন্য সিভিল সার্জেন নওগাঁ বরাবর প্রেরন করেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাইসুল ইসলাম জানান, শুক্রবার পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি), ভারতীয় বিএসএফ এর মাধ্যমে জানতে পারে, ভারতীয় দক্ষিন দিনাজপুর জেলার বালুঘাট থানার পিও: বিডি পার্ক এলাকার সুশীল চক্রবর্তীর ছেলে সুকান্ত চক্রবর্তী কয়েক দিন যাবত নিখোঁজ আছে। পরবর্তীতে ছবি দেখে মৃত ব্যক্তির স্বজনরা সুকান্ত চক্রবর্তীর সনাক্ত করেন। শুক্রবার বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে মৃতদেহ ভারতের নিকট হস্তান্তর করা হয়েছে।