ধামইরহাটে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন /
ধামইরহাটে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমির খন্দকার মোঃ আব্দুর রাকিব।

উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ আবু সালেহ মুসার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা এ কে এম ফজলুর রহমান, জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ কামরুজ্জামান, সেক্রেটারি মোঃ রেজোয়ান, উপজেলা ওলামা সভাপতি মাওলানা মোঃ আতাউর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ আব্দুল কাহহার সিদ্দিকী মনিপুরি, পৌর যুব বিভাগের মোঃ মুজাহিদ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তাগণ আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে রাষ্ট ক্ষমতায় আনতে জনগণকে জামায়াতের সালাম ও সংগঠনের লক্ষ‌্য বার্তা পৌছে দেওয়ার আহ্বান জানান।