নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার ২৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি পিকুল ওরফে বিকুল ওরফে টুটুল মোল্যাকে (৫০) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পিকুল মোল্যা উপজেলার জয়পুর ইউপি’র চাচই গ্রামের আবু বক্কার মোল্যার ছেলে।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই কেএম তৌফিক আহমেদ টিপু ও এএসআই মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জয়পুর ইউপির চাচই গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার চবিবশ বছরের সাজাপ্রাপ্ত আসামি পিকুল ওরফে বিকুল ওরফে টুটুল মোল্যাকে (৫০) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)কাঞ্চন কুমার রায় বলেন, ডাকাতি মামলার ২৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি পিকুল মোল্যাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :