নড়াইলে বিএনপি’র দুপক্ষের সংঘর্ষে ২ ভাই নিহত


নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন /
নড়াইলে বিএনপি’র দুপক্ষের সংঘর্ষে ২ ভাই নিহত

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিরান শেখ (৪২) ও জিয়ারুল শেখ (৩৭) নামে দুই ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতদের আরেক ভাই ইরান শেখ (৩৫)।

বুধবার (১১সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার চর মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, উপজেলার চর মল্লিকপুর গ্রামের মৃত ছামাদ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, লোহাগড়া উপজেলা যুবদল সভাপতি মাহামুদ খান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে মাহমুদ খানের অনুসারীরা ফেরদৌস রহমানের লোকজনের ওপর হামলা চালালে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হন। আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিরান শেখ ও জিয়া শেখ দুই ভাইকে মৃত ঘোষণা করেন। আহত আরেক ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

নিহতদের স্বজনরা জানান, চর মল্লিকপুর গ্রামে সামাজিকভাবে দুটি দল রয়েছে। এক পক্ষের নেতৃত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান এবং অন্য পক্ষের নেতৃত্বে উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম। যারা নিহত হয়েছেন তারা ফেরদৌস রহমানের পক্ষের লোক।

পুলিশ সুপার কাজী এহসান কবির বলেন, এ ঘটনায় জড়িতদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর যেন কোনো ধরনের সহিংসতা না হয় এ কারণে ওই গ্রামে সেনাবাহিনীসহ পুলিশের একাধিক টিম মোতায়েন রয়েছে।