নড়াইলের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে এনআই এক্টের মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি হায়দার আলীকে (৫২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি হায়দার আলী নড়াইল সদর উপজেলার চাকই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই সোহেল রানা ও এএসআই সুশান্ত রায় সঙ্গীয় ফোর্সসহ জেলার কালিয়া উপজেলার খড়রিয়া বাজার অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি হায়দার আলীকে (৫২) গ্রেফতার কো হয়।
নড়াইল গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :